সাত সকালে উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই
Odd বাংলা ডেস্ক: গোটা দেশ নিস্তব্ধ। কিন্তু উপত্যকা কিছুতেই শান্ত হচ্ছে না। লকডাউনে সারা দেশ স্তব্ধ হয়ে গেলেও কাশ্মীর উপত্যকায় বন্ধ হবে না গুলির শব্দ। বুধবার সকালে আবার একবার উত্তর কাশ্মীরের সোপোর শহরে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হল গুলির লড়াই। সাতসকালে এনকাউন্টার। জম্মু কাশ্মীরের বারমুল্লা জেলার সোপোরের গুলাবাদ এলাকায় এই এনকাউন্টার চলছে বলে সূত্রের খবর। কৃষ্ণঘাঁটিতে এর আগেও ২২ রাষ্ট্রীয় পুলিশ, সোপোর পুলিশ ও ১৭৯ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স একসঙ্গে এই অপারেশনে নেমেছেন।





Post a Comment