করোনা আবহে মহাকাশে ভিনগ্রহীদের যান! চাঞ্চল্যকর ভিডিও ঘিরে উত্তেজনা


Odd বাংলা ডেস্ক: করোনা আবহেই মহাকাশে দেখা গেল ইউএফও। তাহলে কি ভিনগ্রহীরা কোনওভাবে এসেছিল পৃথিবীর সংস্পর্শে। করোনা সংক্রামিত পৃথিবীতে কি তবে এবার আসতে চলেছে ভিনগ্রহীরা। অন্তত এমনই আশঙ্কা উস্কে দিল আমেরিকা। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন-এর তরফে প্রকাশ করা হয়েছে এমনই এক চাঞ্চল্যকর ভিডিও। 

দেখুন সেই ভিডিও-
গল্পে-কাহিনিতে পড়া এই চাকতির মতো যানটিকেই ইউএফও বলে ব্যাখ্যা করা হয়। আর ভিডিওতে দেখতে পাওয়া বস্তুটিকেই ইউএফও বলে মনে করা হচ্ছে। অবশ্য এটি প্রথমবার নয়, এর আগেও আকাশে একাধিকবার রহস্যময় মহাকাশযান দেখা যাওয়া নিয়ে জল্পনা হয়েছে। বিশ্বের একাধিক দেশ দাবি করেছে যে, তাঁরা একাধিকবারই ভিনগ্রহীদের যান দেখতে পেয়েছেন। 

তবে এই প্রথম মার্কিন প্রতিরক্ষার আঁতুড়ঘর পেন্টাগণ এই ভিডিও প্রকাশ করেছে। যদিও তাদের দাবি, এই ভিডিওটি খুব একটা স্পষ্ট নয়। তবুও মানুষের মনে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য ভিডিওটি ক্যামেরায় ধরা পড়েছে তেমনভাবেই প্রকাশ করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.