মর্মান্তিক! পিপিই নেই, তাই নগ্ন হয়েই করোনা রোগী দেখছেন এই দেশের চিকিৎসকরা


Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসকরা। কিন্তু সেই চিকিৎসকদেরই নিরাপত্তাই এখন প্রশ্নের মুখে! নেই পিপিই, অপ্রতুল মাস্ক-আর সেই কারণেই নগ্ন হয়ে প্রতিবাদে মুখর হলেন জার্মান চিকিৎসকরা। 

তাঁদের এই অভিনব প্রতিবাদকে 'ব্ল্যাঙ্ক বেডেনকেন' বা 'নেকেড কোয়ালামস' বলে অভিহিত করে চিকিৎসকদের একটি দল দাবি জানিয়েছেন, করোনা মহামারিতে কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তাঁরা। গত কয়েক মাস ধরে তাঁরা বিভিন্নভাবে তাঁদের অবস্থা তুলে ধরার চেষ্টা করলেও তাঁদের সমস্যায় কর্ণপাত করা হয়নি। 

আর এই কারণে প্রতিবাদস্বরূপ চিকিৎসকরা নগ্ন হয়ে কেউ ফাইলের আড়ালেস কেউ টয়লেট রোলের আড়ালে, কেউ চিকিৎসার সরঞ্জাম এবং প্রেসক্রিপশন ব্লকের আড়ালে থেকে কাজ করছেন। চিকিৎসকদের একটাই দাবি, কোনও অবস্থাতেই তাঁরা তাঁদের দায়িত্ব থেকে সরে আসতে চান না। বরং সঠিক পিপিই তাঁদের প্রাপ্য, যাতে তারা করোনা মহামারির মোকাবিলা করতে পারেন। 
Blogger দ্বারা পরিচালিত.