সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজারের গণ্ডি পেরোলো, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২২ জনের
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে বুধবার পর্যন্ত সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪১৫। গত ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২২ জনের। পাশাপাশি নতুন করে ৩,৫২৫ টি করোনা পজিটিভ কেস ধরা পড়েছে। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছল ৭৪,২৮১।
একদিকে যখন করোনা উদ্বেগ, তার মধ্যে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনভাইরাস এবং দেশব্যাপী লকডাউনের জেরে গত কয়েক সপ্তাহে যে, আর্থিক প্রভাব পড়েছে, তার জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। তিনি আরও বলেন, আরও নতুন নিয়ম নিয়ে ১৭ মে-র পর 'সম্পূর্ণ আলাদা রূপে' 'লকডাউন ৪' আসতে চলেছে।
তবে একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তেমনই দেশে সুস্থ হয়ে ওঠার হারও। আজ সকাল পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুসারে দেশের যেসব করোনা রোগীরা সফলভাবে লড়াই জিতে ফিরেছেন, তাদের সুস্থতার হার ৩২.৮২ শতাংশ। করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৪,৩৮৬ জন মানুষ।





Post a Comment