রাজ্যে বর্ষা আসবে কবে? দিনক্ষণ প্রকাশ করল হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: এবছর গ্রীষ্মের দাবদাহ সেই অর্থে ঠাহর করা যায়নি। গাড়ি-ঘোড়া চলছে না, বন্ধ কলকারখানাও বন্ধ। আর এরই মধ্যে রাজ্যে বর্ষার আগমনের খবর শোনালো হাওয়া অফিস। আন্দামান-নিকোবরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের ফলে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আর এই নিম্নচাপ এর হাত ধরেই ভারতে বর্ষার আগমন ঘটবে। সাধারণত ভারতের নিকোবর দ্বীপপুঞ্জের বর্ষা আসে ১৫ মে। প্রায় স্বাভাবিক সময়ে আগামী শনিবারই নিকোবর ঢুকে পড়তে পারে বর্ষা। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

এদিকে বহু বছর পর নতুন করে বর্ষা আগমনের ও বিদায়ের দিনক্ষণের নতুন তালিকা প্রকাশ করল আবহাওয়া দফতর। তাতে দেখা যাচ্ছে ভারতে বর্ষা আসার দিনক্ষণের অনেকটাই পরিবর্তন ঘটেছে। কেরলের দিনক্ষণ অপরিবর্তিত থাকলেও, বর্ষার স্বাভাবিক সময় এগোচ্ছে উত্তর পশ্চিম ভারতে। অন্যদিকে পশ্চিম ভারতে বর্ষা পিছিয়ে যাচ্ছে। সাধারণত কেরলে বর্ষা আসে পয়লা জুন। আর বাংলায় বর্ষা আসে ৮ থেকে ১০ জুন।

একনজরে দেখে নেওয়া যাক বর্ষার আগমনের নতুন তালিকা -
  • কেরলে বর্ষার ছিল পয়লা জুন, নতুন করে হল পয়লা জুন।
  • কলকাতায় ছিল ১০ জুন, হল ১১ জুন।
  • শিলিগুড়িতে ছিল ৯ জুন, হল ৮ জুন।
  • জলপাইগুড়ি ছিল ৯ জুন, হল ৭ জুন।
  • সিকিমের গ্যাংটকে ছিল ১০ জুন, ১০ জুনই রয়েছে।
  • শিলং ছিল ১ জুন, হল ৫ জুন।
  • জম্বু ছিল ১৩ জুলাই হল ২৮ জুন।
  • দিল্লি ছিল ২৩ জুন, হল ২৭ জুন।
  • পঞ্জাবের জলন্ধর ছিল ১৩ জুলাই হল ২৮ জুন।
  • উত্তরপ্রদেশের বারাণসী ছিল ১৫ জুন, হল ২০ জুন।
  • রাজস্থানের আজমেঢ়ে ছিল ২৩ জুন, হল পয়লা জুলাই।
  • রাজস্থানের জয়সলমের ছিল ১৫ জুলাই, হল ৮ জুলাই।
  • রাজস্থানের জয়পুর ছিল ২৩ জুন, হল পয়লা জুলাই।
  • রাজস্থানের বিকানের ছিল ১৩ জুলাই, হল ৫ জুলাই।
  • গুজরাতের আহমেদাবাদে ছিল ১৪ জুন, হল ২১ জুন।
  • গুরাটের সুরাত ছিল ১৩ জুন, হল ১৯ জুন।
  • মহারাষ্ট্রের জলগাঁও ছিল ১৩ জুন, হল ১৮ জুন।
  • অন্ধপ্রদেশের ছিল ৫ জুন, হল ১৩ জুন।

আবহাওয়া দফতর ১৯৬১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্ষা আসার স্বাভাবিক দিনক্ষণ ঠিক করেছে। তার মানে এমনটা নয় যে ওইদিনই বর্ষা প্রবেশ করবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন নির্দিষ্ট দিনের থেকে তিন দিন আগে বা পরে বর্ষার আগমন হতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.