রাশিয়ার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গিয়ে মারা গেল ৫ করোনা রোগী
Odd বাংলা ডেস্ক: একেই করোনা আতঙ্ক, তার মধ্যেই এবার অন্য বিপত্তি রাশিয়ায়। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুও হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে গিয়েছে।
এই দুর্ঘটনার কবল তেকে প্রায় দেড়শো জন রোগীকে বের করে আনা সম্ভব হয়েছে। সূত্রের খবর, হাসপাতালটি করোনার জন্যই বিশেষভাবে ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময়ে হাসপাতালে অনেক করোনা রোগী চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সারা বিশ্বে করোনা আক্রান্তের ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সোমবার রাশিয়ায় একদিনে নতুন করে সর্বোচ্চ ১১,৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,২১,৩৪৪ জন। করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতালি ও ব্রিটেনকেও ছাড়িয়ে গিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে এমন দুর্ঘটনা কার্যতই খুবই দুঃখজনক।





Post a Comment