তৃতীয় দফার লকডাউনের মধ্যে আজ থেকেই শুরু হচ্ছে বাস-ক্যাব পরিষেবা
Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন, আর তারমধ্যেই বুধবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে গণপরিবহন ব্যবস্থা। শর্তসাপেক্ষে সরকারি বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা চালু করল রাজ্য সরকার।। তবে অবশ্যই কনটেনমেন্ট জোন-এ এই নিয়ম কার্যকর হবে না।
সূত্রের খবর, প্রাথমিকভাবে ১৫ টি রুটে বাস চলবে। তার মধ্যে হাওড়া-নিউটাউন (এস ১২), হাওড়া-ঠাকুরপুকুর (এস ১২ ডি), হাওড়া-কামালগাজি (এস ২৪), হাওড়া-গড়িয়া (এস ৭ এবং এস ৫), এসপ্ল্যানেড-আমতলা (সি ৩৭), যাদবপুর-করুণাময়ী (এস ৯), হাওড়া-বারুইপুর (সি ২৬), বারাসত-গড়িয়া (এস ৩৭), ডানলপ-বালিগঞ্জ (এস ৯এ), জোকা-বারাসত (সি৮), উল্টোডাঙা-সল্টলেক (এস টি ৭) এবং করুণাময়ী (টালিগঞ্জ)-নিউটাউন (এস টি ৬) রুটে বাস চলাচল করবে।
তবে বাস পরিষেবা চালু হলেও সকলে কিন্তু এই বাস পরিষেবা গ্রহণ করতে পারবেন না। করোনা প্রতিরোধে নিযুক্ত মানুষ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই বাসে উঠতে পারবেন। তাছাড়াও যেসব রোগীরা কেমোথেরাপি বা ডায়ালিসিস করতে যাচ্ছেন, তাঁরা বাসে উঠতে পারবেন। তবে একটি বাসে সর্বাধিক ২০ জনকেই বাসে তোলা যাবে বলেই নির্দেশিকা জারি হয়েছে।
একইসঙ্গে কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া সিটি পুলিশের এলাকায় অ্যাপ-ক্যাব পরিষেবা শুরু হচ্ছে। যা নিয়ে রয়েছে কিছু নির্দেশিকা-
১) একটি ক্যাবের মধ্যে সর্বাধিক দুজন যাত্রী নিয়ে যাওয়া যাবে তার বেশি যাত্রী নেওয়া যাবে না, এক্ষেত্রে কোনো রোগী থাকলে তার সঙ্গে কেবল একজন ব্যক্তিই গাড়িতে উঠতে পারবেন।
২) এই ক্যাবগুলি কনটেইনমেন্ট এলাকায় ঢুকতে পারবেন না। শুধুমাত্র বিধাননগর, হাওড়া, কলকাতা, ব্যারাকপুর সিটি পুলিশের এলাকায় এই ক্যাব চলাচল করতে পারবে।
৩) আর এক্ষেত্রে ক্যাব চালককে সম্পূর্ণ ফেস কভার ও গ্লাভস পড়ে থাকতে হবে। তার পাশাপাশি যাত্রী দেরও গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে হবে। এর পাশাপাশি গাড়িতে মজুদ রাখা হবে স্যানিটাইজার এটি গাড়িতে ওঠার আগে যাত্রীদের দেওয়া হবে।





Post a Comment