রাত হলেই বাড়ছে ভূতের উপদ্রব, লকডাউনের নিয়ম ভাঙলেই ভূতের কবলে পড়বে গ্রামবাসী
Odd বাংলা ডেস্ক: দিনে দিনে করোনাভাইরাসের সংক্রমণ যতই বাড়ছে, সরকারের তরফে করোনা মোকাবিলায় ততই জোরদার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে কীভাবে সচেতনতা পৌঁছে দেওয়া যায় তার জন্য উদ্যোগী ভুমিকা পালন করছে পুলিশ প্রশাসন। আর তার জন্য নিত্য নতুন ভাবনাও প্রয়োগ করা হচ্ছে।
এর আগে রাস্তায় করোনা হেলমেট পরে এবং যমরাজ সেজে সচেতনতার প্রচারে বেরিয়েছিল পুলিশ। আর এবার সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউন যাতে নিয়ম মেনে পালন করা হয়, তার জন্য এবার রাস্তায় নামল ভূত! ঘটনাটি ঘটেছে ওড়িশায়। একটি সর্বভারতীয় পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, গ্রাম পঞ্চায়েতের তরফে একজন ব্যক্তিকে ভাড়া করা হয়েছে, যিনি রাত্রিবেলা ভূত সেজে সারা গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। গ্রামের মানুষরা লকডাউন বিধি মেনে চলছে কিনা তা নিশ্চিত করতেই অবশেষে ভূতের শরণাপন্ন হলেন গ্রাম পঞ্চায়েত। মুখে সাদা রঙ করে শাড়ি পরা ওই মহিলা রাত্রিবেলা সারা গ্রামে ঘুরে বেরান। ধারণাটা একেবারে ফিল্মি হলেও এই বুদ্ধি অত্যন্ত কার্যকর হবে বলেই মনে করছেন পঞ্চায়েত প্রধান।





Post a Comment