মুম্বইয়ের হাসপাতালে শিকেয় সোশ্যাল ডিসটেন্সিং, ঠাসাঠাসি করে রাখা হচ্ছে করোনা রোগীদের


Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ের হাসপাতালগুলিতে প্রতিদিন অসংখ্য কোভিড-১৯ রোগী আসছেন চিকিৎসার আশায়। এত বিপুল পরিমাণ শ্রমিকদের পরিষেবা দিতে কার্যত হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষগুলি। যার ফলে শিকেয় উঠেছে সামাজিক দূরত্ববিধি পালন। 

জানা গিয়েছে, মুম্বইয়ে করোনা মোকাবিলায় ৩,৫০০টি বেড-এর আয়োজন করা হয়েছিল. কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে আরও বেশি বেড-এর প্রয়োজন হয়ে পড়েছে। আর সেইকারণে হাসপাতালগুলি দুটি বেড-এর মধ্যে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দাবি করা হচ্ছে এমনটা না করা হলে, করোনা রোগীদের জন্য স্থান সংকুলান সম্ভব হবে না। তবে এ প্রসঙ্গে প্রশ্ন উঠছে, যে রোগ দমন করতে সামাজিক দূরত্ববিধি মেনে চলাটা আবশ্যিক সেখানে এভাবে ঠাসাঠাসি করে বেডে করোনা রোগীদের রাখা কতখানি স্বাস্থ্যসম্মত?

এই প্রশ্নের দাবিতে মুম্বইয়ের এক হাসপাতালের কর্মকর্তার দাবি, যাঁরা আগে থেকে করোনা সংক্রামিত, তাদের মধ্যে সামাজিক দূরত্বের প্রয়োজন কি! শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও নতুন করে ১৫০০টি বেড যোগ করা হয়েছে। উদাহরণস্বরূপ, নাইয়ার হাসপাতালে বিছানার সংখ্যা ৩৩৬ থেকে ৮০০ করা হয়েছে, কেইএম হাসপাতালে ২০০ থেকে বাড়িয়ে ২২০টি বেড যোগ করা হয়েছে এবং সেন্ট জর্জে ৪০০ থেকে ৬৯০টি বেড করে দেওয়া হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.