প্রাণঘাতী করোনাভাইরাস কোনওদিনও যাবে না, থেকে যাবে HIV-র মতো, সতর্কতা WHO-এর


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব যখন করোনায় বিপন্ন, তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জারি করা হল বিশেষ সতর্কতা। প্রাণঘাতী করোনাভাইরাস কখনওই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। তা আজীবন থেকে যাবে স্থানীয় স্তরে। এই সতর্কতাই জারি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেষ আরও বলা হবয়ে ছে, বিশ্বব্যাপী মানুষকে করোনার সহ্গে লড়াই করে বেঁচে থাকা শিখে যেতে হবে। করোনা ভাইরাস কখনওই যাবে না, তা স্থানীয় স্তরে থেকে যাবে অনেকটা এইচআইভি-র মতো। 

এই মারণ ভাইরাসজনিত রোগটি কত দিন পর্যন্ত বিস্তার লাভ করবে, এ নিয়ে এখনই কোনও পূর্বাভাস দিতে পারেননি হু। তবে করোনা ঠেকাতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হু-এর জরুরি কর্মকাণ্ডবিষয়ক পরিচালক মাইকেল রায়ান এক অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন, 'ভাইরাসটি আমাদের সমাজে স্থানীয় স্তরে থেকে যাবে। বাস্তবিকভাবে এই ভাইরাস কবে বিদায় নেবে, তা কেউ বলতে পারবে বলে মনে হয় না। এ নিয়ে কোনেও প্রতিশ্রুতি নেই এবং থামার কোনও নির্দিষ্ট তারিখ নেই। এই রোগটি দীর্ঘ সময়ের সমস্যা হয়ে থেকে যেতে পারে, আবার তা না–ও হতে পারে।'

কিছু কিছু দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে যখন লকডাউন তুলে দেওয়া হল, তখনই আবারও থাবা বসাল করোনা। এই পরিস্থিতিতে মন্তব্য করতে গিয়েই এমন সতর্কতা জারি করেছে হু। বিশ্বে সম্ভাব্য ১০০টি ভ্যাকসিনের উন্নয়ন ঘটানো হচ্ছে। এর মধ্যে কিছু ক্লিনিক্যাল পরীক্ষাও চলছে। তবে বিশেষজ্ঞরা এখনও করোনার ভাইরাস তৈরি করে উঠতে পারেননি। তবে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, হামের মতো রোগের ভ্যাকসিন থাকা সত্ত্বেও তা কিন্তু পুরোপুরিভাবে নির্মুল হয়ে যায়নি। 
Blogger দ্বারা পরিচালিত.