শহরে বাড়ল কন্টেনমেন্ট জোনের সংখ্যা, তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ


Odd বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যার ফলে একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। কলকাতায় মঙ্গলবার কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩১৮। বুধবার তা বেড়ে গিয়ে হল ৩৩৪। 

তবে আতঙ্ক বাড়িয়ে কয়েকগুণ বেড়ে গেল দক্ষিণ চব্বিশ পরগণার কন্টেনমেন্ট জোন। আগে সে জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল ১ কিন্তু আজ তা বেড়ে গিয়ে দাঁড়াল ২২। 




অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করোনায় মৃত্যু হয়েছে আরও ৪ জন। যার ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২। পাশাপাশি বুধবার নতুন করে রাজ্যের ১১২ জনের শরীরে করোনার সংক্রমণ খুঁজে পাওয়া গিয়েছে। যার ফলে রাজ্যো মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১,৪৫৬। 
Blogger দ্বারা পরিচালিত.