১২ই মে থেকে শুরু ট্রেন চলাচল, ঘোষণা হতেই IRCTC -তে টিকিট কাটার ধুম



Odd বাংলা ডেস্ক: আগামী ১২ই মে থেকে আংশিক ট্রেন চলাচল শুরু করতে চলেছে ভারতীয় রেল। সোমবার বিকেল ৪ টে থেকে অনলাইনে বুকিং শুরু হতে চলেছে। তার আগেই IRCTC -তে খোলা হল একগুচ্ছ নতুন অ্যাকাউন্ট। সবাই যাতে বাড়ি থেকেই ট্রেনের টিকিট কাটতে পারে সেটাই চেষ্টা করা হচ্ছে। রেলের জনসংযোগ দফতরের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালিয়ে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। প্রথম দিন নিউদিল্লি স্টেশন থেকে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ শহরের সংযোগকারী স্টেশনের উদ্দেশ্যে বিশেষ ট্রেনগুলি ছেড়ে যাবে। এর মধ্যে আছে হাওড়া। বাকি স্টেশনগুলি হল ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভূবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাডগাঁও (গোয়া), মুম্বই সেন্ট্রাল, আহমদাবাদ এবং জম্মু তাওয়াই।
Blogger দ্বারা পরিচালিত.