২০২১ সালের আগে ভ্যাকসিনের প্রত্যাশা করবেন না: মার্কিন গবেষক



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল তত্ত্বাবধান করা এক শীর্ষ মার্কিন গবেষক বললেন, আগামী বছরের এপ্রিল-মের আগে কোনো প্রতিষেধক করোনা মোকাবিলায় কাজ করবে কিনা স্পষ্ট জানেন না বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে ডা. মার্ক মুলিগান জানান, কার্যকরী প্রতিষেধক পেতে এক বছরের সময়সীমা স্বাভাবিক। তিনি বলেছেন, ‘আমরা কয়েক মাসে এসব করছি, সাধারণত যা করতে লাগে বছরের মতো।’ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যানগান হেলথের ভ্যাকসিন সেন্টারের পরিচালক মুলিগান ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ করছেন পিফাইজার ইঙ্ক অ্যান্ড বিওনটেক এসইর সঙ্গে। 

ট্রায়ালের প্রাথমিক ধাপ নির্ধারণ করে এটা নিরাপদ কিনা। এর ফলাফল পেতে সাধারণত তিন থেকে চার মাস লাগে জানালেন মুলিগান। তিনি বলেছেন, ‘এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর আমরা জানতে চাই এটা ভালোমাত্রায় সহনীয় কিনা এবং প্রথম তিন কিংবা চার মাস পর জানা যায় অ্যান্টিবডি ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা। এটা আপনাকে সুরক্ষিত করবে কিনা জানতে কয়েক মাস লেগে যাবে।’ আগামী বছরের আগে ভ্যাকসিন পাওয়ার প্রত্যাশা করছেন না মুলিগান, ‘এসব করতে বছর শেষ হয়ে যাবে। আর আগামী বছরের শুরুতে হয়তো চূড়ান্ত জবাব পাওয়া যাবে।’ কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় কণ্ঠে জানান, এ বছরের শেষ দিকে আমেরিকা করোনার প্রতিষেধক আবিষ্কার করবে।
Blogger দ্বারা পরিচালিত.