করোনা অতিমারিতে এই দোকানে মাত্র ২ টাকা দরে বিক্রি হচ্ছে মাস্ক


Odd বাংলা ডেস্ক: করোনা অতিমারি পরিস্থিতিতে যখন বিভিন্ন  প্রান্ত থেকে এন ৯৫ মাস্ক কালোবাজারির ঘটনা প্রকাশ্যে আসছে তখন, বিপুল দামে মাস্ক বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, তখন মাত্র ২ টাকায় মাস্ক বিক্রি করছে কেরলের একটি সার্জিক্যাল শপ। আচমকা চাহিদা বৃদ্ধি এবং ঘাটতির জেরে মাস্ক-এর পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারও চড়া দামে বিক্রি হচ্ছে কোথাও কোথাও। 

এদিকে মাত্র ২ টাকা করে মাস্ক বিক্রির বিষয়ে ওই সার্জিক্যাল শপের অন্যতম মালিক জানান, তাঁরা ইতিমধ্যেই প্রায় ৫০০০ মাস্ক বিক্রি করে ফেলেছেন। বিশেষত হাসপাতালে কর্মরত মানুষ, শিক্ষার্থী এবং সর্বপরি সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ন্যায্য মূল্যে মাস্ক বিক্রয় করা হচ্ছে। 

দোকানের আর এক মালিকের কথায়, তাঁরা গত ৮ বছর ধরে মাত্র ২ টাকা দরে মাস্ক বিক্রি করছেন। কিন্তু চাহিদা অনুসারে ঘাটতি থাকায়, তাঁরা প্রতিটি মাস্ক ৮ টাকা বা ১০ টাকায় কিনছেন, কিন্তু বিক্রি করছেন ২ টাকায়, সেখানে অন্যরা ২৫ টাকা করে বিক্রি করছেন। 
Blogger দ্বারা পরিচালিত.