'মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতেই ষড়যন্ত্র করে ভাইরাস ছড়িয়েছে চিন'
Odd বাংলা ডেস্ক: চলতি বছরের নভেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন অর্থনীতিকে সামনে রেখেই এবারের নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য ফিরে আসতে যখন মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক তখনই করোনার প্রকোপে তছনছ মার্কিন অর্থনীতি। আর এসবই চিনের ষড়যন্ত্র দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের দাবি তাঁকে পরাজিত করতেই এই মারণ ভাইরাস ছড়িয়েছে চিন। আর রোগ প্রতিরোধেও কোনও ব্যবস্থা নেয়নি চিন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাঁকে পরাজিত করতে চিন যা খুশি তাই করতে পারে! করোনা ভাইরাস এভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার অপরাধে চিনের বিরুদ্ধে যে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হবে, সেকথাও স্পষ্ট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে এর প্রেক্ষিতে চুপ করে নেই চিন। এদিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের পর চিনের পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্ত্রীণ বিষয়ে কথা বলতে তাঁরা ইচ্ছুক নন। তাঁদের দাবি মার্কিন প্রশাসন করোনা মোকাবিলায় ব্যর্থ বলেই তাঁরা এর দায় অন্যের ওপর চাপাচ্ছেন। চিন ষড়যন্ত্রী নয়, কারণ চিন নিজেই এই মারণ ভাইরাসসের তবলে পড়েছে।





Post a Comment