করোনা এবার বাসা বাঁধল রাশিয়ার প্রধানমন্ত্রীর শরীরে! করোনা আক্রান্ত প্রায় ১ লক্ষ মানুষ


Odd বাংলা ডেস্ক: করোনা চেনে না মানুষ, চেনে না ধর্ম, চেনে না ধনি-দরিদ্র, চেনে না পদমর্যাদাও- ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনার কবোল থেকে সুস্থ হয়ে ফিরে আসার পর এবার করোনা সংক্রামিত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় করোনা আক্রান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি।

গত জানুয়ারি থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন ৫৪ বছর বয়সি মিখাইল মিশুস্তিন। কোভিড-১৯ এর বিরুদ্ধে রাশিয়ায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। একটি সর্বভাপরতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই হোম-আইসোলেশনে যান প্রধানমন্ত্রী। আপাতত নিজের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন। 

প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্ড্রে বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য এদিন ডিক্রি স্বাক্ষর করেন পুতিন। করোনার সংক্রমণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মিশুস্তিনের যা হয়েছে, যে কারও সঙ্গেই তা হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট। রাশিয়ায় ইতিমধ্যেই করোনার সংক্রমণ ছাড়িয়েছে ১ লক্ষেরও বেশি মানুষের মধ্যে! 
Blogger দ্বারা পরিচালিত.