'লকডাউন আরও বাড়ানো হলে এবার আনাহারে মরবে মানুষ'
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাস রুখতে লকডাউন যদি আরও বাড়ানো হয়, তাহলে কোভিড-১৯-এর চেয়েও অনাহারা বেশি করে মারা যাবনে মানুষ- এমনটাই জানালেন ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা এন আর নারায়ণা মূর্তি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাতকারে তিনি বলেন, করোনাভাইরাস নতুন হলেও একে স্বাভাবিক চোখে দেখে, যাঁরা করোনা আক্রান্ত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে, যাঁরা নীরোগ, যাঁরা সুস্থ তাঁদের পুনরায় কাজে ফেরানো উচিত বলে দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, 'আমাদের সকলকে যে বিষয়টি বুঝতে হবে তা হল, ভারতে এমন পরিস্থিতি বেশিদিন চলতে পারে না। কারণ এক পর্যায়ে এসে মানুষের অনাহারে মৃত্যুর সংখ্যা করোনা আক্রান্ত হয়ে মৃতের চেয়েও অনেক বেশি হবে।' নারায়ণা মৃর্তি আরও বলেন, ভারতে মৃত্যেুর হার এখনও অন্যান্য উন্নত দেশের তুলনায় খুব বেশি নয়। কিন্তু সেই পরিস্থিতিতে ভারতে অনাহারে যে পরিমাণ মানুষের মৃত্যু হবে তাতে এই অসাম্য দূর হতে বেশি সময় লাগবে না।
ইনফোসিসের প্রতিষ্ঠাতা আরও বলেন, এইভাবে লকডাউন যদি অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে, তাহলে অসাংগঠনিক ক্ষেত্রে যেসব মানুষ কর্মরত, তাঁদের একটি বিরাট অংশ চাকরি হারাবেন। ব্যবসা-বাণিজ্যের ওপর লকডাউনের প্রভাব সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, বেশিরভাগই তাদের রাজস্বের ১৫-২০ শতাংশ হারিয়েছেন। এর ফলে এটি আয়কর এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংগ্রহের ওপর একটি বিরূপ প্রভাব ফেলবে।





Post a Comment