গ্রিন জোন থেকে অরেঞ্জ জোনে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের এই জেলা
Odd বাংলা ডেস্ক: বীরভূমে মিললো ৫ করোনা আক্রান্ত। সূত্রের খবর অনুযায়ী এই ৫জন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন ক্যানসারের চিকিৎসা করাতে এবং তারপর তারা নিজেদের জেলাতে ফিরে যান। কিন্তু সেখানে তাদের করোনা টেস্ট করা হলে, ৫ জনেরই রিপোর্ট এসেছে পজিটিভ। পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা শূণ্য বলা হচ্ছিল। এবং এই জেলাকে গ্রিন জোনে রাখা হয়েছিল। কিন্তু এবারে হয়তো বীরভূমকে অরেঞ্জ জোনে পরিবর্তন করা হতে পারে।





Post a Comment