রেলের পর এবার বিমান, আগামী ১৯ মে থেকে চালু ঘরোয়া বিমান পরিষেবা


Odd বাংলা ডেস্ক: ট্রেনের পর এবার বিমান উড়ান। ১৯ মে থেকে কয়েকটি বিশেষ ডোমেস্টিক উড়ান ওড়াবে এয়ার ইন্ডিয়া। ভারতের বিভিন্ন প্রান্তে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের বাড়ি ফেরানোর জন্যই এই বিমানগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৯ মে থেকে ২ জুনের মধ্যেই ওড়ানো হবে এই বিশেষ বিমানগুলি। 

তবে এইসব বিমানযাত্রায় যাত্রীদের কাছ থেকেই তাদের খরচ নেওয়া হবে। যদিও টিকিট বুকিং এখনও শুরু হয়নি। সূত্রের খবর এইসব বিশেষ বিমানগুলির অধিকাংশই দিল্লি, মুম্বই এবং হায়দরাবাদ থেকে ছাড়া হবে বলে জানা গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই থেকে বেঙ্গলুরু, বিশাখাপত্তনম, কোচি, অহমদাবাদের মতো অনেক শহরেই এই বিশেষ বিমান উড়ে যাবে। পাশাপাশি দিল্লি থেকে বিমান উড়বে  জয়পুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমৃতসর, কোচি, অহমদাবাদ, গয়া, লখনউ-সহ আরও কয়েকটি শহরে। দিল্লি থেকে ১৭৩টি, মুম্বই থেকে ৪০টি, হায়দরাবাদ থেকে ২৫টি এবং বেঙ্গালুরু থেকে ১২টি বিমান ছাড়বে। এখন এই গোটা বিষয়টি বিমান পরিবহণ মন্ত্রকের তরফে গ্রিন সিগনালের অপেক্ষায় রয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.