বাংলাদেশের বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত অন্তত ৩২, মৃতদের পরিবারকে দেওয়া হবে দেড় লক্ষ টাকা



Odd বাংলা ডেস্ক: বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ন'টা নাগাদ এমএল মর্নিং বার্ড নামে একটি লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় ডুবে যায় লঞ্চটি। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে দমকল পরিষেবা। লঞ্চডুবিতে অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লক্ষ টাকা এবং মৃতদেহ সৎকারে আরও অর্থ সাহায্য করার ঘোষণা করা হয়েছে। সোমবার লঞ্চ দুর্ঘটনার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, 'নিহত প্রতিটি পরিবারকে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃতদেহ সৎকারের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।'

দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরে আসা যাত্রীরা জানান, যখন লঞ্চটি ছাড়ে তখন তাতে ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিল। মাত্রাতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে খবর। উদ্ধারকার্য এখনও অব্যাহত। মৃতদেহ সনাক্ত করে তা পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।
Blogger দ্বারা পরিচালিত.