কোভিড যোদ্ধাদের সম্মান জানাতে ১ জুলাই ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে যেভাবে ডাক্তার, নার্স, প্যারামেডিকেল কর্মচারীরা যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে চলেছেন, এবার তাঁদের সম্মাণ জানানোর পালা। আর সেই উদ্দেশেই আগামী ১ জুলাই সমস্ত সরকারি দফতরে ছুটি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

প্রসঙ্গত ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রথম চিকিৎসক মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। তাই সেই দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। মুখ্যমন্ত্রী এদিন জানান, 'আমরা সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদের স্যালুট জানাতে চাই। তাঁদের অবদানকে সম্মান জানাতেই ওই দিন পূর্ণ দিবস সরকারি দফতর ছুটি থাকবে।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমরা কেন্দ্রকেও জানাব ওই দিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক।' পাশাপাশি তিনি সমস্ত রাজ্যের কাছেও অনুরোধ জানান যে, প্রথম সারির যোদ্ধাদের সম্মান জানাতে ওই দিন যেন ছুটি ঘোষণা করা হোক। মুখ্যমন্ত্রী আরও বলেন, এরাজ্য থেকেই প্রথম চিকিৎসক দিবস পালন করা শুরু হয়েছিল। যা বাংলার গর্ব। আর সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন, তা অতুলনীয়। 
Blogger দ্বারা পরিচালিত.