গোটা জুলাই মাস জুড়ে রাজ্যে চলবে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে আগামী ৩০ জুন পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে বৃহস্পতিবার নবান্নে আয়োজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই মাস জুড়েও রাজ্যে চলবে লকডাউন। সূত্রের খবর আগামী ৩২ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে বলে জানা গিয়েছে। 

তবে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে একাধিক ক্ষেত্রে এতদিন যেমন ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড় দিয়েই বর্ধিত হবে লকডাউনের সময়সীমা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সর্বদলীয় বৈঠকে লকডাউন সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়েছে। অনেকেই অনেকরকম মন্তব্য করেছেন। তবে সমস্ত দিক বিচার বিবেচনা করে রাজ্যে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, পার্থ চট্টোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন যে, রাজ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে, সেরকমটাই বজায় থাকবে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা যেমন ঠিক করা হয়েছে তা নির্ধারিত সূচী অনুসারেই হবে। তবে জুলাইয়ের লকডাউনেও ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  
Blogger দ্বারা পরিচালিত.