ফুঁসছে ব্রহ্মপুত্র, অসমের ১৬ জেলার আড়াই লক্ষেরও বেশি মানুষ বন্যা বিধ্বস্থ!
Odd বাংলা ডেস্ক: অসমের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়ানক আকার ধারণ করছে। সরকারি হিসাব অনুসারে এখনও পর্যন্ত ১৬টি জেলার প্রায় আড়াই লক্ষের বেশি মানুষ বন্যার জেরে চরম ক্ষতিগ্রস্থ। শুক্তবার ডিব্রুগড়ের তেঙ্গাহাটে একটি বন্যার জলে ডুবে মারা গিয়েছেন এক ব্যক্তি। বন্যার জেরে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।
সেরাজ্যের ৭০৪টি গ্রামের মোট ২ লক্ষ ৫৩ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থ জেলার তালিকায় রয়েছে, ডিব্রুগড়, ধেমাজি, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, উদালগুড়ি, দারাং, বাকসা, নলবাড়ি, কোকরাঝাড়, বরপেটা, নগাঁও, গোলাঘাট, জোরহাট, মাজুলি,শিবাসাগর ও তিনসুকিয়া। শুধু ধেমাজি জেলাতেই ক্ষতিগ্রস্ত ৮৮,০০০ মানুষ। তিনসুকিয়ায় ক্ষতিগ্রস্থ ৫৯,০০০। নদী-দ্বীপ জেলা মাজুলিতে ক্ষতিগ্রস্ত ৩২,০০০। ডিব্রুগড়, লক্ষ্মীপুর ও নলবাড়িতে যথাক্রমে ২৩ হাজার, ১৩ হাজার ও ৮,৪০০ মানুষ ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন।





Post a Comment