স্যানিটাইজারে বিষ, কেনার আগে সাবধান, এড়িয়ে চলুন এই ৯টি ব্র্যান্ডের স্যানিটাইজার


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। তবে এবার খোদ মার্কিন মুলুকে এবার হ্যানিটাইজার জালের অভিযোগ উঠল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) -এর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মেক্সিকো ভিত্তিক স্যানিটাইজার নির্মাতা এক্সবায়োকেম-এর কোনও স্যানিটাইজার কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর তরফে জানানো হয়েছে এই ধরণের পণ্যে মিথানল বা উড অ্যালকোহলের উপস্থিতি আবিষ্কার করায় জারি করা হয়েছে সতর্কতা। বলা হচ্ছে এই জিনিসগুলি ত্বকের মাধ্যমে শোষিত হয়ে গেলে তা ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এফডিএ-এর বিবৃতিতে বলা হয়ে মিথানল-এর মতো উপাদান কখনওই হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার করা উচিত নয়। 

এক্সবায়োকেম-এর তৈরি যেসব ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলি হল- 

  • All-Clean Hand Sanitizer 
  • Esk Biochem Hand Sanitizer
  • CleanCare NoGerm Advanced Hand Sanitizer 75% Alcohol 
  • Lavar 70 Gel Hand Sanitizer 
  • The Good Gel Antibacterial Gel Hand Sanitizer 
  • CleanCare NoGerm Advanced Hand Sanitizer 80% Alcohol 
  • CleanCare NoGerm Advanced Hand Sanitizer 75% Alcohol 
  • CleanCare NoGerm Advanced Hand Sanitizer 80% Alcohol 
  • Saniderm Advanced Hand Sanitizer

তাঁদের স্পষ্ট বার্তা স্যানিটাইজার কেনার আগে প্যাকের গায়ে যদি লেখা থাকে তা মিথানল দিয়ে তৈরিস তাহলে সেই স্যানিটাইজার কখনওই কিনবেন না। 
Blogger দ্বারা পরিচালিত.