সোনা-রুপো হোক বা জাঙ্ক জুয়েলারি, যেকোনও রকমের গয়নার যত্ন নিন এইভাবে
Odd বাংলা ডেস্ক: মহিলাদের কাছে গয়নার কদর অন্য যেকোনও কিছুর তুলনায় অনেক বেশিষ তাই শুধু গয়না কিনলেই হবে না, গয়নার যত্নও নিতে হবে। কোন গয়নার যত্ন কীভাবে নেবেন, জেনে নিন-
- সোনার গয়নার যত্ন- সোনা খুবই নমনীয় ধাতু, তাই সোনার গয়নায় সামান্য আঘাত লাগলেও তা বেঁকে যেতে পারে। পাশাপাশি সোনা অনেক দিনের পুরোনো হয়ে গেলে এর উজ্জ্বলতা হারিয়ে যায়। সোনার উজ্জ্বলতা বাড়াতে একটি পাত্রে জলের মধ্যে একটু গুঁড়ো সাবান বা ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। এবার সোনার গয়নায় একটু টুথপেস্ট লাগিয়ে মিশ্রণটির মধ্যে কিছুক্ষণ রেখে দিন। এরপর টুথব্রাশ দিয়ে সাবধানে হালকাভাবে ঘষে নিন। দেখবেন আপনার গয়না আবার নতুনভাবে উজ্জ্বলতা ফিরে পেয়েছে। এরপরও যদি কালচে ভাব থেকে যায়, তাহলে দোকানে নিয়ে পলিশ করাতে পারেন।
- হীরের গয়নার যত্ন- হীরের গয়না পরিষ্কার করতে একটু ব্রাশ দিয়ে হালকা ঘষে নিন, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর পরিষ্কার করে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখুন। হীরের গয়না আলাদা করে একটা বাক্সে রাখুন।
- রুপার গয়নার যত্ন- রুপার গয়না সুন্দর রাখা খুবই সহজ। এর জন্য প্রথমে গয়নাটি ভালোভাবে মুছে তার ওপর ট্যালকম পাউডার লাগান। এরপর শুকনা সুতির কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন, সোনার গয়নার বাক্সে রুপার গয়না কখনওই রাখবেন না। এতে রুপার রং নষ্ট হয়ে যেতে পারে।
- মুক্তার গয়নার যত্ন- মুক্তার গয়না ব্যবহার করার পর একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। তবে খুব বেশি ময়লা হলে জলের মধ্যেসামান্য সাবান গুঁড়ো মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। মুক্তোর গয়না কখনওই প্লাস্টিকের ব্যাগে রাখবেন না।
- গোল্ড প্লেটেড গয়না যত্ন- এই গয়না ব্যবহার করার পর টিস্যু দিয়ে মুড়িয়ে যত্ন করে রাখুন। গোল্ড প্লেটেড গয়না ব্যবহারের সুবিধা হল কালো হয়ে গেলে সোনার দোকানে নিয়ে গেলে আবার রং করিয়ে নিন। রং করার পর নতুনের মতো দেখাবে।
- অ্যান্টিক গয়নাক (মেটাল) যত্ন- অ্যান্টিকের গয়না ব্যবহার না করলে বর্ণহীন দেখতে লাগে। সেক্ষেত্রে একফালি লেবু দিয়ে গয়না ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললে গয়নার রঙ চকচকে হবে।





Post a Comment