সারা মুখে-মাথায় মৌমাছি নিয়ে বসে থেকে গিনেস বুকে নাম তুলল এই বিস্ময় যুবক
Odd বাংলা ডেস্ক: একটামাত্র মৌমাছির হুল আপনাকে কাবু করার জন্য যথেষ্ঠ, সেখানে কেরলের এক যুবক মুখের ওপর ঝাঁকে ঝাঁকে মৌমাছি নিয়ে কাটিয়ে দিল কয়েক ঘণ্টা। সারা মুখ, মাথা, বুকে তখন থিক থিক করছে মৌমাছি। আর সেইভাবেই ঠায় বসে থেকে অভিনব এই কীর্তির জন্য মিলল স্বীকৃতিও। এই অভিনব কাজের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে কেরলের ওই যুবক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সময় অনুসারে ২৪ বছরের ওই যুবক মুখের ওপর মৌমাছি নিয়ে বসেছিল ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ড। সংবাদমাধ্যমকে ওই যুবক জানিয়েছে, মৌমাছিরা তার বন্ধু এবং সে চায় বাকিরাও তার বন্ধুদের তার মতোই ভালবাসুক। ওই যুবক আরও জানিয়েছেন, তাঁর বাবা একজন পুরস্কার প্রাপ্ত মৌমাছি সংগ্রাহক এবং মধু নির্মাতা। খুব ছোট থেকে মৌমাছিদের মধ্যেই বেড়ে ওঠা। মাত্র সাত বছর বয়স থেকে মুখের ওপর মৌমাছিদের নিয়ে খেলা করছে সে। এর জন্য সে পুরো কৃতিত্বটা তাঁর বাবাকেই দিয়েছেন। তার বাবাই তাকে শিখিয়েছে মৌমাছিদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, ইত্যাদি।
এখন সে নিজের মুখে এবং মাথায় প্রায় ৬০ হাজার মৌমাছি নিয়ে অনায়াসে ঘুরে বেরাতে পারে। প্রসঙ্গত ২ বছর আগেও মৌমাছির চাষ বাড়ানো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে মৌমাছি নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করেছিল। ওই যুবক আরও জানায় যে, অনেকেই মৌমাছিকে ভয় পায় কারণ এটি হুল ফোটায় বলে, কিন্তু প্রকৃতির বাস্তুতন্ত্র রক্ষা করতে মৌমাছির গুরুত্ব অপরিসীম।





Post a Comment