বাড়িতেই বানিয়ে নিন হট ওয়্যাক্স, দেখে নিন বানানোর উপায় ও ব্যবহারবিধি


Odd বাংলা ডেস্ক: সাম্প্রতিক পরিস্থিতি আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে। আর সৌন্দর্যচর্চাতেও যতটা সম্ভব নিজের কাজটা নিজে করা যায়। তাই আজ আপনাদের জানাব বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ওয়্যাক্স বানিয়ে কীভাবে ওয়্যাক্সিং করবেন। 

ওয়্যাক্স বানাতে যা যা লাগবে-

  • ১ কাপ চিনি
  • ১/৪ কাপ মধু
  • হাফ কাপ পাতিলেবুর রস

পদ্ধতি-

  • সবার প্রথমে একটি ভারী মাঝারি মাপের সস প্যান-এ চিনি নিয়ে মাঝারি আঁচে প্যান-টি বসান, চিনি নাড়াচাড়া করবেন না, শুধু ২-১ বার হালকা হাতে প্যানের চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনিগুলো এক জায়গায় করে নিন। চিনি ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।


  • এবার একটি কাঠের চামচের সাহায্যে মধু আর লেবু ওই চিনির মধ্যে দিয়ে দিন। এক্ষেত্রে অবশ্য ঘন ঘন নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত একটা ঘন ব্যাটার তৈরি হয়। যদি মিশ্রণ বেশি ঘন হয়ে যায় তাহলে ১ টেবিল চামচ জল মিশিয়ে নিন। আপনার ওয়্যাক্স তৈরি। এইভাবে ওয়্যাক্স বানিয়ে আপনারা ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ব্যবহারের আগে গরম করে নিলেই হবে।

কীভাবে ব্যবহার করবেন-

  • প্রথমে একটি পরিষ্কার সুতি অথবা লিনেন কাপড় নিন। ১ হাত লম্বা সাইজ করে কেটে নিন। এভাবে কয়েকটি কাপড় কেটে রেখে দিন।
  • এরপর যে অংশে ওয়্যাক্সিং করবেন সেখানে বেবি পাউডার লাগান, এর ফলে শরীরের সব তেল আর ঘাম শোষণ করে নেবে পাউডার।
  • এবার একটি স্প্যাচুলা বা কাঠের চামচের সাহায্যে লোমের ওপর ওয়্যাক্স লাগান। যেদিকে লোমের গ্রোথ সেদিকে ওয়্যাক্স লাগাতে হবে।
  • এরপর ওই সুতি বা লিনেন কাপড় ওয়্যাক্স-এর ওপর চেপে ধরুন। এবার কাপড়টির একপাশ ধরে যেদিকে লোমের গ্রোথ তার বিপরীত দিকে টান দিন। এই প্রক্রিয়াটি খুব দ্রুত করতে হবে। ওয়াক্স ঠাণ্ডা হয়ে গেলে কিন্তু লোম উঠতে চাইবে না।

তবে মনে রাখবেন, আপনার রোমের দৈর্ঘ্য যদি মাঝারি থেকে লম্বার দিকে হয়, তাহলে এই মিশ্রণ কিন্তু খুবই কার্যকরী, কিন্তু তার বেশি ছোট হলে রোম গোড়া থেকে তুলে ফেলা কষ্টকর হবে। তবে এই মিশ্রণটি ১০০ শতাংশ পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
Blogger দ্বারা পরিচালিত.