ভক্তদের জন্য সুখবর, খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির, তবে রয়েছে একগুচ্ছ নতুন নিয়মাবলী


Odd বাংলা ডেস্ক: ভক্তদের জন্য সুখবর। আগামী ২৩ জুন রথযাত্রার দিন খুলে দেওয়া হচ্ছে তারাপীঠ মন্দির। রবিবার দিন তারাপীঠ মন্দির কমিটি এবং সেবায়েতদের একটি বৈঠকে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্দির খোলা হলেও কঠোরভাবে মেনে চলতে হবে সুরক্ষাবিধি। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

আরও জানানো হয়েছে যে, এই মুহূর্তে সাধারণ মানুষকে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না। বাইরে থেকেই কেবল দর্শনের সুযোগ মিলবে। রথযাত্রা উপলক্ষেও তারাপীঠে যে বিশেষ আচার মানা হয় তাতেও কাটছাঁট করা হবে। পাশাপাশি সকল দর্শনার্থী ও সেবায়েতদের ক্ষেত্রে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরাটা বাধ্যতামূলক। সেইসঙ্গে মন্দিরে প্রবেশের আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করিয়ে মন্দিরে প্রবেশের অধিকার মিলবে। এই কাজের জন্য মন্দির চত্ত্বরে  মেডিকেল ক্যাম্পও তৈরি করা হয়েছে। পাশাপাশি তারাপীঠ মন্দিরের তিনটি গেটে তিনটি স্যানিটাইজার ট্যানেল বসানো হয়েছে। ভক্তদের সেই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে, দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। দুজন মানুষের মধ্যে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি ঠাকুরকে অঞ্জলি অর্পণ বা পুজো দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে না। পাশাপাশি সিঁদুরের টিপ, চরণামৃতও দেওয়া হবে মন্দিরের তরফে। অন্যদিকে তারাপীঠের হোটেলগুলিতে কী কী স্বাস্থ্যবিধি মানতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছে প্রশাসন।
Blogger দ্বারা পরিচালিত.