করোনা রোগীর মৃত্যুর পর অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিল পরিবারের সদস্যরা, আক্রান্ত চিকিৎসকরাও!
Odd বাংলা ডেস্ক: বেঙ্গালুরু থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের কর্ণাটকের বেলগাভিতে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেন করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরা। স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়, আর এর পরই স্থানীয় ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের চিকিৎসকদেরও আক্রমণ করার অভিযোগ উঠল আক্রান্ত ওই ব্যক্তির আত্মীয়দের বিরুদ্ধে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, অগ্নিদগ্ধ অ্যাম্বুলেন্স থেকে ধোঁয়ার কুণ্ডলী মিশে যাচ্ছে আকাশে। এরপর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। আরও জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই রোগীর মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। এরপর হাসপাতাল লক্ষ্য করে তাঁরা পাথর বৃষ্টিও শুরু করে বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন সিনিয়র পুলিশ অফিসার এবং পুলিশ কমিশনার।
বুধবার কর্ণাটকে সবচেয়ে একদিনের সবচেয়ে বড় রেকর্ড গড়ে ৪,৭৬৪জন নতুন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। মারা গিয়েছেন ৫৫ জন। এই মুহূর্তে কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১,৫১৯ জনের।





Post a Comment