আবার রেকর্ড, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ৪৬ হাজার! মৃত্যু হয়েছে ১,১২৯ জনের
Odd বাংলা ডেস্ক: সারা দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৭২০ জন! পাশাপাশি একদিনে রেকর্ড গড়ে দেশে মৃতের সংখ্যা ১ হাজার ১২৯। এর ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫।
এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৭ জন। অন্যদিকে সবমিলিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। সারা দেশে করোনায় সুস্থতার হার ৬৩.১৮ শতাংশ। সরকারের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত সারা দেশে দেড় কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সারা দেশে মহারাষ্ট্রে করোনা আক্রান্তে সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই তালিকায় রয়েছে তামিলনাড়ু এবং দিল্লি। শেষ ২৪ ঘণ্টায় যেসব রাজ্যে সর্বাধিক সংখ্যক করোনায় মৃত্যু হয়েছে- তামিলনাড়ু (৫১৮), মহারাষ্ট্র (২৮০), অন্ধ্র প্রদেশ (৬৫), কর্ণাটক (৫৫) এবং পশ্চিমবঙ্গ (৩৯)।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের দ্বি-সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন আজ। শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সর্বাধিক ২,২৯১ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৯ জন মারা গিয়েছে।





Post a Comment