খেলনার বাজারে চিনের একচেটিয়া আধিপত্য শেষ, ময়দানে এবার দেশীয় কোম্পানি যমুনা অথরিটি


Odd বাংলা ডেস্ক: খেলনা সামগ্রীর ক্ষেত্রে ভারতে চিনের একচেটিয়া আধিপত্য ছিল। কিন্তু চিন-ভারত সম্পর্কের অবণতির ফলে ভারতে চিনা পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। তাই চিনা নির্ভরতা কমাতে এবার অভিনব উদ্যোগ দেশীয় কোম্পানি যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এবার গ্রেটার নয়ডায় একটি 'টয় সিটি' স্থাপন করতে চলেছে। এর ফলে চিনের অর্থনীতিতে একটা বড়সড় আঘাত আসবে। 

উত্তরপ্রদেশ সরকার স্বনির্ভর ভারতের লক্ষ্যে একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে। গ্রেটার নয়েডার ৩৩ নম্বর সেক্টরে ১০০ একর জমিতে 'টয় সিটি' স্থাপন করা হবে। এর ফলে হাজার হাজার মানুষ কর্মসংস্থানও হবে। যমুনা অথরিটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা অরুণভীর সিংহ জানিয়েছেন, 'খেলনা প্রস্তুতকারকরা রাজ্যে আসছেন। যেমনটা আমরা জানি, আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এমন পরিস্থিতিতে খেলনা সমিতির আধিকারিকরা দেশীয় পণ্য বাজারে আনার এবং বিদেশী পণ্যের উপর তাদের নির্ভরতা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।'


এখনও পর্যন্ত ৭০টি আবেদনপত্র জমা পড়েছে, যার জন্য ১ লক্ষ ২০ হাজার বর্গমিটার জমির অন্বেষণ করা হচ্ছে। দু'দিনের মধ্যে লখনউ থেকে একটি অনুমোদন পাওয়া যাবে, তারপর প্যান স্কিম চালু করা হবে, যাতে খেলনা নির্মাতারা সারা দেশ থেকে বিনিয়োগ করতে পারেন।
Blogger দ্বারা পরিচালিত.