গ্রামের নাম দেওয়া হল 'রঙ্গবতী', বিখ্যাত লোকগীতিকে সমাদর পট্টনায়ক সরকারের
Odd বাংলা ডেস্ক: ওড়িশা সরকার এক বিশেষ উদ্যোগ নিয়েছে। সেই রাজ্যের সম্বলপুর জেলার বিলুং গ্রামের নতুন নামকরন করা হয়েছে। আসলে এই বিলুং গ্রামেই জন্মেছিলেন 'রঙ্গবতী' লোকগীতির লেখক মিত্রভানু গাওটিয়া। তাঁকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ।
Odisha: Bilung village of Sambalpur district renamed as 'Rangabati Bilung'. pic.twitter.com/IjejT84ntd— ANI (@ANI) July 22, 2020
এখন থেকে বিলুং গ্রামকে ডাকা হবে রঙ্গবতী বিলুং নামে। এবং ওড়িশা সরকার এটাকে দেশের প্রথম লোকসংস্কৃতি মূলক গ্রাম হিসেবে তুলে ধরতে চায়। বলাবাহুল্য রঙ্গবতী গানটি আমাদের দেশের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। বাংলাতেই শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ছবি 'গোত্র'তে এই গানটিকে ব্যবহার করা হয়েছিল।
বিখ্যাত ফিউজন মিউজিক শো 'কোক স্টুডিও' -তেও এই গানের বিশেষ ভার্সন প্রকাশ করেছিলেন রাম সম্পত। আপনারা আরও জানলে অবাক হবেন। এই গানটি নাকি কয়েকশো বছর প্রাচীন। তবে মিত্রভানু গাওটিয়া এই বিশেষ লোকগীতির আধুনিক রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন। এই গানটিতে যে কথাগুলি ব্যবহার করা হয়েছে তা নব্য শব্দকোষ থেকে চয়ন করা।
কিন্তু রঙ্গবতী কথাটার অস্তিত্ব ওড়িয়া ভাষাকোষে বহু আগে থেকেই। আর তাই জাতীয় স্তরে এই গানের বহুল প্রচার এবং সেই গানের ওপর ওড়িশার অধিকার স্পষ্ট করতেই এই বিশেষ উদ্যোগ। সূত্রের খবর অনুযায়ী ওড়িশা সরকার এই 'রঙ্গবতী বিলুং' গ্রামে একটি টুরিজম ইউনিট তৈরি করতে চলেছে।





Post a Comment