বাড়িতে থাকা মানুষ বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন: গবেষণা



Odd বাংলা ডেস্ক: বাইরের চেয়ে বাড়ির ভেতরের মানুষদের মাধ্যমে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দক্ষিণ কোরিয়ার মহামারি বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। ১৬ জুলাই ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ হাজার ৭০৬ জন ‘সূচক রোগীর’ করোনা শনাক্ত পরীক্ষা হয়েছিল এবং এদের সংস্পর্শে এসেছিল ৫৯ হাজারের বেশি মানুষ। গবেষণার জন্য এই তথ্যগুলো ২০ জানুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হয়েছিল।

 ওই সময় দক্ষিণ কোরিয়ায় করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছিল। অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাসে সংক্রমিত ১০০ জনের মধ্যে মাত্র দুজন বাড়ির বাইরের কিংবা পরিবারের বাইরে অন্য সদস্যদের মাধ্যমে সংক্রমণের শিকার হয়েছেন। আর প্রতি ১০ জনের মধ্যে এক জন নিজেদের পরিবারের সদস্যদের মাধ্যমে করোনায় সংক্রমিত হয়েছেন। বয়সভিত্তিক তালিকায় দেখা গেছে, করোনায় প্রথম যখন কিশোর-কিশোরী কিংবা ৬০ ও ৭০ বছর বয়সী মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল তখন পরিবারের মধ্যে সংক্রমণের হার ছিল সর্বোচ্চ। গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক জিওং আন-কিঅং বলেন, ‘এটা সম্ভবত এ কারণে যে অনেক বেশি সুরক্ষা ও সহযোগিতার জন্য এই বয়সের মানুষেরা পরিবারের সদস্যদের সবচেয়ে কাছাকাছি থাকে।’
Blogger দ্বারা পরিচালিত.