একদিনে সর্বোচ্চ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ২১ হাজার! মৃতের সংখ্যা বেড়ে ১৮,২১৩


Odd বাংলা ডেস্ক: প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু সংখ্যা বাড়াই নয়, প্রতিদিনের রেকর্ড প্রতিদিন ভাঙছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত আজকের বুলেটিনে দেখা যাচ্ছে সারা দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯০৩ জন! যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪। 

অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। যার ফলে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ১৮ হাজার ২১৩ জন। সারা দেশে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯ জন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১ জন। সারা দেশে সুস্থতার হার এখনও পর্যন্ত ৬০.৭২ শতাংশ।  

আক্রান্তের নিরিখে সারা দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র। এরপর রয়েছে, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান। করোনা গ্রাফ বলছে করোনা আক্রান্তের নিরিখে সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা, এপর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, তৃতীয়স্থানে রাশিয়া আর ভারতের অবস্থান চার নম্বরে। 
Blogger দ্বারা পরিচালিত.