ফিরে দেখা ১০টি আইকনিক গান, যেখানে অভিনেত্রীদের নাচ শিখিয়েছিলেন সরোজ খান


Odd বাংলা ডেস্ক: নব্বইয়ের দশক থেকে হিন্দি ছবির গান শুনে তার সঙ্গে স্টেপ মিলিয়ে নেচে যাঁরা বড় হয়েছেন তাঁদের কাছে সরোজ খান নামটা একটা আবেগ। কারণ তাঁর ইশারায় নেচেছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। তেমনই কয়েকটি গান আরও একবার ফিরে দেখা, যার প্রতিটি স্টেপে রয়েছে সরোজ খানের সিগনেচার মুদ্রা।

১) তেজাব ছবির গান 'এক দো তিন'। মাধুরি দীক্ষিতের নাচে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।



২) 'বেটা' ছবির জনপ্রিয় গান 'ধক ধক করনে লাগা', যেখানে মাধুরির নাচ, অভিনয় আজও একইরকমভাবে প্রশংসনীয়।



৩) 'মিস্টার ইন্ডিয়া' ছবির জনপ্রিয় গান 'হাওয়া হাওয়াই' শ্রীদেবীর অন্যতম সেরা পারফরমেন্স।



৪) 'খলনায়ক' ছবির জনপ্রিয় গান 'চোলি কে পিছে কেয়া হ্যায়', যেখানে মাধুরি দীক্ষিত নেচেছিলেন সরোজ খানের শেখানো স্টেপে।



৫) সঞ্জয়লীলা বনশালী পরিচালিত 'দেবদাস' ছবির 'ডোলা রে ডোলা রে' গানের সঙ্গে পা মিলিয়েছেন ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত। জনপ্রিয় এই গানে নাচ শিখিয়েছিলেন সরোজ খান।


৬) 'তাম্মা তাম্মা'র মতো জনপ্রিয় গানের নাচও শিখিয়েছিলেন সরোজ খান।



৭) জনপ্রিয় ছবি 'জব উই মেট' ছবির বিখ্যাত গান 'ইয়ে ইশক হায়'-এর স্টেপগুলিও একইরকমভাবে জনপ্রিয় হয়েছিল।


৮)সঞ্জয়লীলা বনশালী পরিচালিত 'দেবদাস' ছবির 'মার ডালা' গানেও মাধুরীকে নাচ, হরকত সব শিখিয়েছিলেন মাস্টারজি।



৯) মাধুরী দীক্ষিতের নাচ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু তাঁকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাস্টারজির ভুমিকা অপরিসীম, একথা মাধুরি নিজেও বহুবার স্বীকার করছেন। তেমনই একটি বিখ্যাত গান 'পিয়া ঘর আয়া'-তে কোরিওগ্রাফ করেছেন সরোজ খান।




১০) সঞ্জয় লীলা বনশালীর 'হাম দিল দে চুকে সনম' ছবির বিখ্যাত গান 'নিম্বুরা নিম্বুরা'-তেও সরোজ খানের শেখানো স্টেপে নাচ করেছিলেন ঐশ্বর্য।

Blogger দ্বারা পরিচালিত.