এই স্বাধীনতা দিবসেই কি তবে করোনা থেকে মুক্তি মিলব? ১৫ অগাস্ট আসতে চলেছে ভারতের তৈরি ভ্যাকসিন


Odd বাংলা ডেস্ক: ভারতের তৈরি প্রথম করোনা ভ্যাকসিন বাজারে আসতে পারে আগামী ১৫ অগাস্ট। স্বাধীনতা দিবসের দিনই ভারতের প্রথম করোনার প্রতিষেধক 'কোভ্যাক্সিন' লঞ্চ করতে চলেছে কেন্দ্র। প্রসঙ্গত, এই প্রতিষেধকে আগেই শিলমোহর দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। আর এবার ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের এই কোভিড ভ্যাকসিন স্বাধীনতা দিবসের দিনই সকলের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্র। 

ICMR জানিয়েছে, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রায় এক ডজন স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। প্রতিষ্ঠানগুলিকে মানবদেহে এই প্রতিষেধকের পরীক্ষা করতে বলা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে মানবদেহে এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে। প্রসঙ্গত আইসিএমআর এবং বিবিআই (ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল) যৌথভাবে এই প্রতিষেধকের প্রি-ক্লিনিকাল এবং ক্লিনিকাল ডেভলপমেন্টের উপর কাজ করছে। আগামী ১৫ অগাস্টেই সাধারণ মানুষের জন্য এই ভ্যাকসিন আনতে চাইছে আইসিএমআর।
Blogger দ্বারা পরিচালিত.