সুশান্তের মৃত্যুতে স্বজন পোষণের অভিযোগ করণ জোহরের বিরুদ্ধে, বন্ধ হচ্ছে 'কফি উইথ করণ' শো!


Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন কিছু সেলেব-সহ গোটা নেটদুনিয়া। স্বজনপোষণের অভিযোগের তীর করণ জোহর, যশরাজ ফিল্মস, সলমন খান এবং মহেশ ভাট-দের দিকে। যার ফলে এঁদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগ্রে দিয়েছেন নেট নাগরিকরা। আর এবার তারই কি প্রভাব পড়তে চলেছে করণ জোহরের জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এর ওপর।

সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষের তরফে কফি উইফ করণ-এর সম্প্রচার বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার কোনও চ্যানেলেই যাতে আর 'কফি উইফ করণ'-এর সম্প্রচার না হয়, সে ব্যাপারেই তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। 'কফি উইথ করণ'-এর কাউচে বসে বার বার তারকারা একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, অন্যকে ছোট করেছেন বলে অভিযোগ। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও থেকে জানা গিয়েছে বারংবার সুশান্ত সিং রাজপুতের নাম উঠে এলেও করণ জোহর একবারও সুশান্ত সিং রাজপুতকে তাঁর শো-তে আমন্ত্রণ জানাননি। 

অন্যদিকে এই শো-তে এসে করণের প্রশ্নের জবাবে কখনও বিতর্কে জড়ান কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া আবার কখনও আলিয়া ভাট, করিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, সোনম কাপুররা। ফলে কফি উইথ করণ শো-টি নিয়ে একাধিকবার বিভিন্ন ধরণের অভিযোগ উঠেছে। আর সেই আগুনেই যেন ঘি পড়ল সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর। প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর মামি ফিল্ম ফেস্টভ্যালের বোর্ড থেকে ইস্তফাও দেন করণ জোহর। 
Blogger দ্বারা পরিচালিত.