গত ২৪০০ বছরে এই প্রথম, জয়পুরে ভারি বর্ষণের জেরে জেগে উঠল একটি মিশরীয় মমি


Odd বাংলা ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের জেরে ভয়াবগ অবস্থা রাজস্থানের জয়পুরে। জয়পুরের অ্যালবার্ট হল যাদুঘরের ২,৪০০ বছরের পুরনো একটি মিশরীয় মমিকে গত সপ্তাহে বাক্স থেকে বের করা হল। জয়পুরে গত কয়েকদিনে ভারি বৃষ্টিপাতের জেরে জল ঢুকে যায় মিউজিয়ামে। যার জেরে জলে ডুবে নষ্ট হতে বসেছিল। ২৪০০ বছরের পুরনো মমিটি এযাবত কাঁচের বাক্সের মধ্যে করেই রাখা ছিল। কিন্তু জল ঢুকে যাওয়ায় গত ১৩০ বছরে এই প্রথমবার মিটিকে বাক্স থেকে বের করে আনা হল। 

গত ১৪ অগাস্টের ভারি বৃষ্টির জেরে মিউজিয়ামের কয়েকটি পুরনো জিনিস, ফাইল, মানচিত্র এবং পুরানো নথি ক্ষতিগ্রস্থ হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, জাদুঘরের অভ্যন্তরে এবং রাজ্যের প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রধান কার্যালয়ে প্রায় চার ফুট সমান জল জমে ছিল।
মমিটিকে প্রথম ভারতে নিয়ে আসা হয় ১৮৮৩ সালে জয়পুরের একটি প্রদর্শনীর জন্য। কায়রো জাদুঘরের তৎকালীন কিউরেটর ব্রুঘশচ-এর তরফে জয়পুরের তৎকালীন শাসক সাওয়াই ঈশ্বর সিংয়-কে উপহার দিয়েছিলেন। জয়পুরে যখন প্রবল বৃষ্টি চলছে তখন মমিটিকে যাদুঘরের বেসমেন্টে রাখা হয়েছিল। 

অ্যালবার্ট হল জাদুঘরের সুপারিনটেনডেন্ট রাকেশ ছোলাক জানিয়েছেন,, 'বেসমেন্টে জল জমে যাওয়ার খবর পেয়ে তাঁরা কাঁচের বাক্সটি ভেঙে মামিকে উদ্ধার করেছিলেন। আর সেই কারণেই আমরা এটিকে উপরে নিয়ে এসেছি।'
Blogger দ্বারা পরিচালিত.