ইনি ডাক্তার রবি শোলাঙ্কি, বিট্রেনে কোভিড যোদ্ধা হিসাবে বিশেষ সম্মান অর্জন করলেন ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসক


Odd বাংলা ডেস্ক: ডাক্তার রবি শোলঙ্কি, একজন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক, যিনি করোনা মহামারি পরিস্থিতিতে ব্রিটেনে দিন-রাত লড়াই করে চলেছেন। তাঁর এই নিরলস পরিষেবার জন্য ব্রিটেনের রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং প্রেসিডেন্টের বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন।

ব্রিটেনের কোভিড -১৯ মোকাবিলায় ব্যতিক্রমী কৃতিত্বের জন্য নির্বাচিত ১৯ জনের মধ্যে তিনি অন্যতম। ডাক্তার শোলঙ্কি মেশিন লার্নিংয়ে কর্মরত প্রকৌশলী রেমন্ড সিমসকে সঙ্গে নিয়ে ন্যাশনাল হেল্থ সার্ভিসের (NHS) স্বাস্থ্যকর্মীদের এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা যাঁরা সাহায্য করতে ইচ্ছুক তাদের একত্র করতে একটি সুরক্ষিত ওয়েবসাইট তৈরি করেছিলেন।


এমন একটি দক্ষ প্ল্যাটফর্ম তৈরিতে স্বেচ্ছাসেবী হিসাবে কাজের জন্য তাঁদের দুজনকে পুরস্কৃত করা হয়েছে। তাঁদের দ্বারা নির্মিত প্ল্যাটফর্ম ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের তহবিল সরবরাহ, কাউন্সেলিং পরিষেবা, শিশু যত্ন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করে।দাতব্য সংস্থা হেলথ কেয়ার এক্সট্রাঅর্ডিনারি রেসপন্স অর্গানাইজেশন এডুকেশন অ্যান্ড সাপোর্ট (HEROES)-এর জন্য দুজনে একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। ডাক্তার শোলঙ্কি এবং সিমস দ্বারা নির্মিত ওয়েবসাইটটিতে একটি ক্রাউড ফান্ডিং পেজ রয়েছে, যেখানে প্রয়োজনে NHS কর্মীদের আর্থিক সাহায্যের জন্য অনুদান দেওয়ারও সুযোগ থাকছে। 
Blogger দ্বারা পরিচালিত.