করোনাভাইরাসের থেকে দূরে থাকতে কোন মাস্ক সবচেয়ে কার্যকরী, জেনে রাখা ভাল


Odd বাংলা ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-তরফে সেই শুরুর দিন থেকেই করোনা প্রতিরোধ করতে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। হু বারবার জানিয়েছে, একমাত্র মাস্ক ব্যবহারেই করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব। বর্তমানে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে প্রতিদিন রেকর্ড সংখ্যায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই এই পরিস্থিততে মাস্কের ব্যবহারের গুরুত্ব আলাদা করে বলার কিছু নেই। তবে ঠিক কী ধরনের মাস্ক ব্যবহার করলে করোনা রোখা সম্ভব?‌-তা নিয়ে গবেষণা চালিয়েছে ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়। একটি ম্যানিকুইনকে বিভিন্ন রকম মাস্ক পরিয়ে পরীক্ষা চালানো হয়েছেস যন্ত্রের মাধ্যমে পুতুলটিকে কাশানোও হয়েছে। তারপর লেজার রশ্মি ব্যবহার করে দেখা হয়েছে, তার মুখ থেকে নিঃসৃত কণা কোন মাস্কের মধ্যে দিয়ে কতদূর যাচ্ছে। সেই অনুসারে দেখা গিয়েছে-


  • বাড়িতে বানানো মাস্কে যদি কাপড়ের একাধিক স্তর থাকে, তাহলে তা সক্রিয়ভাবে ভাইরাস আটকাতে সক্ষম। তবে এই ধরনের মাস্কে সেলাইয়ের জায়গায় অনেক সময়ই ছিদ্র থেকে যায়। 
  • মুখে রুমাল বাধা থাকলে তাতে কাশির ফলে নিঃসৃত কণা খুব একটা আটকায় না। রুমাল বাঁধলে মুখ নিঃসৃত কণা ১ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত ছিটকে যেতে পারে। 
  • একটু উঁচু হয়ে থাকা চোঙের মতো দেখতে মাস্ক জীবাণু আটকাতে কার্যকরী। 
  • ব্যান্ডেনা জাতীয় সুতির মাস্কে মুখ নিঃসৃত কণা ৩ ফিট ৭ ইঞ্চি পর্যন্ত দূরত্বে ছিটকে যেতে পারে। 
  • সেলাই করা সুতির মাস্ক পড়লে কাশির সঙ্গে মুখের কণা আড়াই ইঞ্চি পর্যন্ত ছিটকে যেতে পারে। 
  • তবে মাস্ক না পরলে মুখ থেকে নিঃসৃত কণা ৬ ফিট পর্যন্ত দূরত্বে ছিটকে পড়তে পারে। 
Blogger দ্বারা পরিচালিত.