এবার মাত্র ৪৯ টাকায় মিলবে করোনার ওষুধ, বাজারে এল লুপিন লিমিটেডের কোভিহল্ট
Odd বাংলা ডেস্ক: করোনার আক্রমণে যখন কাবু গোটা দেশ, ঠিক তখনই বাজারে এল লুপিন লিমিটেড-এর করোনার ওষুধ। মৃদু থেকে মাঝারি মানের করোনা সংক্রমণের জন্য ফ্যাভিপিরাভির শ্রেণীর এই ওষুধ কোভিহল্ট কার্যকরী। আর এবার এই কোভিহল্ট লঞ্চ করল লুপিন। ডিসিজিআই-এর তরফে জরুরী অবস্থায় এই ওষুধ প্রয়োগ করার ছাড়পত্র পেয়েছে লুপিন।
প্রতিটি ট্যাবলেটের দাম রাখা হয়েছে ৪৯ টাকা করে। ২০০ এমজি করে ১০টি ট্যাবলেটের একটি পাতা লঞ্চ করা হয়েছে। কোভিড রোগীর পরিস্থিতি বিচার করে ডাক্তারের পরামর্শ মেনে এই ওষুধ খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকা, ইউরোপ ও মধ্য প্রাচ্যেকর দেশগুলিতে ওষুধ সরবরাহ করে লুপিন।লুপিন লিমিটেডের প্রেসিডেন্ট রাজীব সিবাল জানিয়েছেন, সারা বিশ্বে করোনার ত্রাস ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় তাঁরা একসঙ্গে এই পরিস্থিতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছেন আক এই ওষুধই হল সেই লড়াইয়ের ফলাফল। তিনি আশাবাদী যে, মৃদু করোনা রোগীদের ক্ষেত্রে এই বিশেষভাবে কাজ করবে।
অন্যদিকে এর আগে, বাজারে করোনা ভাইরাসের ওষুধ নিয়ে আসে হেটারো ল্যাব। তাঁদের তরফেও জানানো হয়েছে, ফ্যাভিপিরাভিরের গ্রুপের কার্যকরী ওষুধ লঞ্চ করতে চলেছে তাঁরা, যার নাম ফ্যাবিভির। এর প্রতিটি ট্যাবলেটের দাম রাখা হয়েছে ৫৯ টাকা করে।





Post a Comment