প্রয়াত বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী
Odd বাংলা ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী। করোনা পজিটিভ ধরা পড়ার পর গত ৩০ জুলাই থেকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর গত ১ অগাস্ট তাঁকে দেওয়া হয় ভেন্টিলেশনে। আজ সকাল থেকে ২বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁর। অবশেষে আজ দুপুর ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন এই বর্ষীয়ান রাজনীতিক।
বাম জমানায় রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন শ্যামল চক্রবর্তী। সিটুর রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন সেইসঙ্গে রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার নানান খবর দিচ্ছিলেন তাঁর মেয়ে উষসী চক্রবর্তী।
বাম জমানায় রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন শ্যামল চক্রবর্তী। সিটুর রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন সেইসঙ্গে রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার নানান খবর দিচ্ছিলেন তাঁর মেয়ে উষসী চক্রবর্তী।
হাসপাতাল সূত্রে খবর, কিডনির সমস্যা, বয়সজনিত কারণ, তার ওপর নিউমোনিয়া এবং কোভিড-১৯ সবমিলিয়ে তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হল না। যেহেতু তিনি কোভিড পজিটিভ ছিলেন তাই রাজ্যসরকারের প্রোটোকল মেনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।





Post a Comment