জ্যাম আর আটকে থাকা নয়, গাড়ি নিয়ে উড়ে যাওয়া যাবে গন্তব্যে, বাজারে আসছে উড়ন্ত গাড়ি


Odd বাংলা ডেস্ক: গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর স্বপ্ন অনেকের কাছেই আজকের দিনে স্বপ্নই থেকে গিয়েছে। কারণ রাস্তায় যানজটে অর্ধেকের বেশি সময় নষ্ট হয়, আর এই পরিস্থিতিতে মনে হয় ইস যদি উড়ে উড়ে যাওয়া যেত! আর এবার বাস্তবায়িত হচ্ছে গাড়ি করে আকাশে উড়ে যাওয়ার স্বপ্ন। কারণ উড়ন্ত গাড়ি পরীক্ষামুলকভাবে সাফল্য লাভ করেছে জাপানে। 

একজন যাত্রী নিয়ে গাড়িটি চলতে চলতেই টেক অফ করেছে। জাপানের সংস্থা স্কাইড্রাইভ ইঙ্ক অভিনব এই গাড়িটি নির্মাণ করেছে, যা চলার সঙ্গে সঙ্গে উড়তেও সক্ষম৷ শুক্রবার এই গাড়ির টেস্ট ড্রাইভ ছিল৷ খানিকটা মোটরসাইকেল এবং খানিকটা বিমানের মতো দেখতে ওই গাড়ি ১ থেকে ২ মিটার পর্যন্ত উড়তে সক্ষম হয়েছে৷ 


ওই জাপানী সংস্থার প্রধান জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৩ সালেই বাজারে আসবে এই উড়ন্ত গাড়ি। যদিও এই গাড়ির যাত্রী সুরক্ষার বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। টেস্ট ড্রাইভের দিন গাড়িটি ৪ মিনিট আকাশে ওড়ানো হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, এই গাড়িটিতে যে যন্ত্র ব্যবহার করা হয়েছে তাতে এটি ৫-১০ মিনিট ওড়ানো সম্ভব। তবে এই সময়সীমা ৩০ মিনিট করার চেষ্টা করা হচ্ছে।  
Blogger দ্বারা পরিচালিত.