স্কুলের ফি মেটাতে মোবাইল চুরি কিশোরীর, জানতে পেরে অভিযোগ তুলে নিল ফোনের মালিক


Odd বাংলা ডেস্ক: পড়াশোনার খিদে বড় খিদে। কিন্তু যাঁদের আর্থিক সঙ্গতি নেই, তাদের পড়াশোনার খিদে বড় বালাই। স্কুলের ফি দিতে না পারায় মোবাইল ফোন চুরি করল ১৬ বছরের এক বালিকা। ঘটনাটি ঘটেছে ইন্দৌরে। ওই কিশোরী ফোনটি চুরি করে বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছিল, যাতে তা দিয়ে সে তার স্কুলের ফি দিতে পারে। 

কিন্তু মেয়েটি যার মোবাইল ফোন চুরি করেছিল, সে একজন প্রাইভেট ডিটেকটিভ, যার ফলে তিনি খুব সহজেই মেয়েটির হদিশ পেয়ে যান। কিন্তু মেয়েটির ফোন চুরি করার কারণ জানতে পেরে ফোনের মালিক আর পুলিশে খবর দেননি। 

একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার মালিক তথা ওই ফোনের মালিক জানতে পেরেছেন, ওই মেয়েটি একাদশ শ্রেণীর পরীক্ষায় ৭১ শতাংশ নম্বর পেয়েছে, সে আরও পড়তে চায়। কিন্তু তার পড়াশোনার জন্য আর খরচ বহন করতে পারবে না তার পরিবার। আর সেই কারণেই ফোন চুরি করে তা বন্ধক রেখে টাকা জোগাড় করে স্কুলের ফি দিতে চেয়েছিল। 
Blogger দ্বারা পরিচালিত.