বাড়ল লকডাউন, সেপ্টেম্বরে কোন কোন দিন রাজ্য থাকবে সম্পুর্ন স্তব্ধ জেনে নিন


Odd বাংলা ডেস্ক: অগাস্ট মাসের লকডাউনের তারিখ বারবার বদল করেও শেষ পর্যন্ত রাজ্যে বেশ কয়েকদিন লকডাউন পালিত হয়েছে। তাই শেষ প‌র্যন্ত করোনা সংক্রমণের চেন ব্রেক করতে লকডাউনের রাস্তাতেই হাঁটছে রাজ্য সরকার। এদিন নবান্নে সংবাদমাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী তেমনইটাই জানালেন। 

পশ্চিমবঙ্গে শেষ কয়েকদিন করোনা সংক্রমণের পরিমাণ কমলেও এখনও রোজ প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি, বেড়েছে সুস্থতার হারও। সেই ভিত্তিতেই পরিস্থিতি আরও উন্নত করতে লকডাউনের দিন আরও কিছুটা বাড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। 

তাই বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ কিছুই খুলবে না। যেভাবে মাঝে কয়েকদিন লকডাউন চলেছে অগাস্ট মাসে, সেভাবেই সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে।

এরপরেই সেপ্টেম্বর মাসে বিশেষ কয়েকটি দিনে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে তালিকায় ৩ ও ৪ সেপ্টেম্বর-সহ বেশ কয়েকদিন লকডাউনের কথা ছিল। কিন্তু পরে তালিকা থেকে ৩,‌৪ সেপ্টেম্বর বাদ রাখা হয়, কারণ, সেইদিন কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা রেখেছে।
Blogger দ্বারা পরিচালিত.