সন্দেহের তালিকায় থাকা সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং কি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনায়?


Odd বাংলা ডেস্ক: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত সন্দীপ সিং দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যাওর পরিকল্পনা করছেন, এমনই অভিযোগ তুললেন সুশান্তের এক পারিবারিক বন্ধু। সুশান্তের মৃত্যুর মুম্ব, নিজে মুখেই এমনটা দাবি করেছিলেন তিনি। তবে এবার সেই বন্ধুর দিকেই যাচ্ছে সন্দেহের তীর। 

এবার সন্দীপের লন্ডনের পাড়ি দেওয়ার প্রসঙ্গ তুললেন সুশান্তের পারিবারিক বন্ধু নীলোৎপল মৃণাল। নিজের আনঅফিশিয়ার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই আশঙ্কার কথাই জানিয়েছেন তিনি। তিনি দাবি করেছেন, সন্দীপের ভিসা করা রয়েছে। চলতি মাসের শেষেই ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দিতে পারেন সন্দীপ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে সেই আর্জি জানিয়ে নীলোৎপল মৃণাল লেখেন সুশান্ত মামলায় যাঁদের নাম উঠে আসছে, তাঁদের যাতে কোনওভাবেই দেশ ছাড়ার অনুমতি দেওয়া না হয়। 

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতা এবং সুশান্তের সম্পর্ক নিয়ে বড়সড় পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন সুশান্তের জীবনে অঙ্কিতাই ছিলেন তাঁর সবকিছু। অঙ্কিতা সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি, সেকথাও জানিয়েছেন সন্দীপ। কিন্তু সন্দীপকে নিয়ে এত সন্দেহ দেখা দিলেও এখনও পর্যন্ত তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই সেই প্রশ্নও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। 
Blogger দ্বারা পরিচালিত.