মাহিময় ক্রিকেটের অবসান, ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি
Odd বাংলা ডেস্ক: এক বছরেরও বেশি সময়ের দীর্ঘ নাটকীয়তা শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। কিংবদন্তির বিদায়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তিরাও। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানকে স্মরণ করে টুইটারে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার লিখেছেন, ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অবিস্মরণীয়।
২০১১ সালে একসঙ্গে বিশ্বকাপ জয়ের স্মৃতিটা আমার জীবনের সেরা মুহূর্ত। তোমার জীবনের ২য় ইনিংসের জন্য অনেক অনেক শুভকামনা।
২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও ভারতের সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগ লিখেছেন, ওর মতো আরেকজন ক্রিকেটার পাওয়া একেবারে অসম্ভব। ওর মতো কেউ কখনো জন্মায়নি, কেউ নেই আর ভবিষ্যতেও কেউ আসবে না। ক্রিকেটার আসবে-যাবে, তবে মাহির মতো ঠান্ডা মাথার কেউ আসবে না।
সে ক্রিকেটারদেরকে পরিবারের মতো আগলে রাখতো। শুভকামনা মাহি।
কেবল ভারতীয়রাই নয়, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের তারকারাও।
পাকিস্তানী কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা লিখেছেন, গ্রেট লিডার, গ্রেট রেকর্ড, গ্রেট এন্টারটেইনার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেরা। সবচেয়ে বড় ব্যাপার, ভারতীয় ক্রিকেটকে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দেয়ার জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ধোনি।
ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান কেভিন পিটারসেন লিখেছেন, অবসর জীবনে স্বাগতম ধোনি। কি অসাধারণ জাদুকরী একটা ক্যারিয়ার!
পাকিস্তানী ব্যাটসম্যান কামরান আকমল, সাবেক ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফর, শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস সহ অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন ধোনির প্রতি।





Post a Comment