পরিবেশ-বান্ধব গজানন, সম্পূর্ণ ড্রাই ফ্রুট দিয়ে গণেশ ঠাকুর বানিয়ে তাক লাগালেন এক চিকিৎসক


Odd বাংলা ডেস্ক: করোনা আবহের মধ্যেও আজ ঘরে ঘরে আরাধনা করা হচ্ছে সিদ্ধি বিনায়কের। চলতি বছর গণেশ চতুর্থী উপলক্ষে পরিবেশবান্ধব মূর্তি নির্মাণের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। যার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে শুকনো ফল দিয়ে তৈরি গণেশের মূর্তি। 

সুরাটের একজন চিকিৎসক ডাঃ অদিতি মিত্তালও শুভ গনেশ চতুর্থীর আগে প্রাক্কালে 'ভোজ্য' গণেশ মূর্তি তৈরির চিন্তাভাবনা নিয়ে এসেছিলেন, যার ফলস্বরূপ তিনি কেবল ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করেছিলেন একটি সুদৃশ্য গণেশমূর্তি। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে এই খবর প্রকাশিত হয়েছে। 

পরিবেশ-বান্ধব এই গণেশ মূর্তিটি প্রায় ২০ ইঞ্চি মতো লম্বা। শুকনো ফলকে একটির পাশে অন্যটি সাজিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা ও তার কাঠামো, যার উপকরণের মধ্যে রয়েছে যেমন আখরোট, চিনাবাদাম, কাজু বাদাম, পাইন বাদাম এবং আমন্ড। গণেশের শুঁড় তৈরি করা হয়েছে আখরোট দিয়ে, চোখ তৈরি করা হয়েছে কাজু বাদাম দিয়ে।


করোনা মহামারির জেরে ২০২০ সালের গণেশ চতুর্থীর সেই চিরাচরিত আড়ম্বর এনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তার মধ্যে ডাক্তারবাবুর এই উদ্যোগ খুবই অভিনব। এখানেই শেষ নয়, নভেল করোনাভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই গণেশ মূর্তিটি একটি কোভিড হাসপাতালে রাখা হবে এবং পুজোর শেষে চিরাচরিত বিসর্জনের পথে না গিয়েছে ড্রাই ফ্রুটগুলি হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। 
Blogger দ্বারা পরিচালিত.