কবে বিদায় নেবে করোনাভাইরাস, কী বললেন বিশ্ব স্থাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম
Odd বাংলা ডেস্ক: ২০১৯-এর শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বিশ্বজুড়ে ত্রাসের সৃষ্টি করেছে মারণ করোনাভাইরাস। করোনার বাড়বাড়ন্তের জেরে বিশ্বব্যাপী ব্যহত হয়েছে সাধারণ জনজীবন। তলানিতে ঠেকেছে বিভিন্ন দেশের আর্থিক অবস্থা। এখন সকলের মুখে এখন একটাই প্রশ্ন যে, এই করোনা কবে বিদায় নেবে?
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম এনিয়ে একটা আশার কথা বলেছেন। তিনি জানিয়েছেন আগামী দু'বছরেরও কম সময়ের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবে। এদিন তিনি বলেন, ১৯১৮ সালে ছড়িয়ে পড়া মারণ স্প্যানিশ ফ্লু-এর প্রাদুর্ভাব কমতে দু'বছর সময় লেগেছিল।
তিনি বলেন, 'আমাদের পরিস্থিতি এখন প্রযুক্তি নির্ভর এবং আরও বেশি করে সংযোগসাধন ঘটেছে। সংযোগের ফলেই ভাইরাসটি আরও ছড়িয়ে যাওয়ার ভাল সম্ভাবনা রয়েছে। তবে একইসঙ্গে এটি প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের জ্ঞান এবং প্রযুক্তি রয়েছে।'
প্রসঙ্গত, রয়টার্সের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের জেরে ২২.৮১ মিলিয়নেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এবং ৭ লক্ষ ৯৩ হাজার ৩৮২ জন মারা গিয়েছে।





Post a Comment