১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর রিয়াকে মেসেজ করেছিলেন মহেশ ভাট, কী লিখেছিলেন তিনি


Odd বাংলা ডেস্ক: গত ৮ জুন সুশান্তের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর মহেশ ভাটের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল রিয়া চক্রবর্তী। 'ইন্ডিয়া টুডে'-র তরফে প্রকাশ্যে আনা হয়েছে রিয়া-মহেশের গত ১৪ জুনের হোয়াটসঅ্যাপ কথোপকথন। 


'ইন্ডিয়া টুডে'-র এক্সক্লুসিভ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর দিন সকাল সাড়ে ৯টা নাগাদ রিয়াই প্রথম মহেশকে মেসেজ করেন। তিনি লেখেন, 'সুপ্রভাত স্যর। আপনার পাঠানো মর্নিং কোটসগুলিতে যে পরিমাণ এনার্জি থাকে, আমি শুধু সেগুলোই চাই। ব্যস। আর কিচ্ছু না। লাভ ইউ।' এর পরেই আরও একটি কোটেশন পাঠান মহেশ। এবং রিয়াকে লেখেন, 'লাভ ইউ মাই চাইল্ড।' রিয়াও জবাব দেন তাঁকে। লেখেন, 'আমিও আপনাকে ভালবাসি স্যর। আমার এঞ্জেল।' সকাল ১০টা বেজে ৫মিনিট পর্যন্ত দুজনের মধ্যে এই কথাই হয়েছিল তারপর দীর্ঘ নীরবতা। 

ছবি সৌজন্যে-ইন্ডিয়া টুডে
গত ১৪ জুন রবিবার বেলা দেড়টা-দুটো নাগাদই প্রকাশ্যে আসে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর। তখনও খবরটা হজম করে উঠতে পারেননি কেউই। এরপর ঘড়ির কাঁটায় যখন দুপুর ২টো বেজে ৩৫ মিনিট তখন মহেশ ভাট রিয়াকে একটি মেসেজ করেলে লেখেন, 'আমায় ফোন কর।' কিন্তু রিয়া ফোন করেছিলেন কিনা জানা যায়নি। এমনকি রিয়ার হোয়াটসঅ্যাপ থেকেও কোনও কল করা হয়নি। রিয়া ফোন করেছিলেন কিনা তা জানা না গেলেও মহেশ করেছিলেন। 
ছবি সৌজন্যে-ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে-র প্রকাশিত কিছু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে দেখা গিয়েছে বিকেল ৪টে ১ মিনিটে এবং বিকেল ৫টা ১৩-তে রিয়াকে দু'বার ফোন করেছিলেন মহেশ ভাট। কিন্তু দেখা যাচ্ছে কোনওবারই ফোন ধরেননি রিয়া।
Blogger দ্বারা পরিচালিত.